রাশিয়া আজ আবার নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনিস্কি জানিয়েছেন সাম্প্রতিক কালের মধ্যে রাশিয়া অন্যতম বড়ো বিমান হামলা চালিয়েছে। ৫৫০ টি লক্ষ্যবস্তুতে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে ইউক্রেন, রাশিয়ার এই হামলা প্রতিহত করার চেষ্টা করছে। রাজধানী কিয়েভ, ডিনিপ্রো, সুমি, খারকিভ অঞ্চলেও রাশিয়ার হামলার প্রভাব পড়েছে , আহত হয়েছে অন্তত ২৩ জন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প রাশিয়ার, ইউক্রেনের ওপর এই হামলায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে ফোনে বাক্যালাপও করেন।