রাশিয়ার সঙ্গে বৈঠকের ইচ্ছাপ্রকাশ আসলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির একটি কৌশল বলে রাশিয়া অভিযোগ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সমাধানের সিদ্ধান্তের উল্টোদিকে ইউরোপের রাষ্ট্রগুলি ইউক্রেনের মদতদাতা হিসেবে কাজ করছে ও যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বলেও রাশিয়া অভিযোগ করে। সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনের জমি দখল নয়, বরং কিভের হস্তক্ষেপ থেকে রুশ ভাষাগোষ্ঠীর মানুষদের রক্ষা করাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, জেলেনস্কি বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হলেও, যেকোনো চুক্তি কেবল ইউক্রেনের বৈধ প্রতিনিধির দ্বারাই স্বাক্ষরিত হবে।
উল্লেখ্য, জেলেন্সকির রাষ্ট্রপতি পদের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হয়ে গেছে।