রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন সহ ২৬ জন বিদেশী নেতৃবৃন্দ আগামী তেসরা সেপ্টেম্বর, চীনের বিজয় দিবস অনুষ্ঠানের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন বলে চীন আজ ঘোষণা করেছে। ঐ অনুষ্ঠানে বিদেশী নেতাদের উপস্থিতিকে বেজিং, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে।
এর আগে, এই অনুষ্ঠানকে জাপান বিরোধী তৎপরতা বলে উল্লেখ করে টোকিও, তা বয়কট করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছিল।
চীনও এর বিরুদ্ধে কূটনৈতিক উপায়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।