রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য ইউক্রেনের হাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনকে কত পরিমাণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দেওয়া হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমেরিকা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই অস্ত্র দেবে। তিনি আরও বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার খরচ দেবে ইউরোপীয় ইউনিয়ন।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, পুতিন ভাল কথা বলেন কিন্তু সন্ধ্যা হলেই বোমা মারেন।