রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরোভ বলেছেন, গ্রীনল্যান্ড প্রাকৃতিকভাবে ডেনমার্কের অংশ নয়। একে ঔপনিবেশিকতার উত্তরাধিকার বলে উল্লেখ করে লাভরোভ জানান, গ্রীনল্যান্ডকে ডেনমার্কের অংশ হিসেবে বিবেচনা করে রাষ্ট্রসঙ্ঘের সনদ লঙ্ঘিত হয়েছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গ্রীনল্যান্ড ঐতিহাসিক দিক থেকে নরওয়ে এবং ডেনমার্কের উপনিবেশ। বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় নাগাদ এটি ডেনমার্কের সঙ্গে যুক্ত হয়। লাভরোভ, ফ্রান্স ও ব্রিটেনের মতো ১৭ টি অঞ্চলের কথা উল্লেখ করেছেন যে গুলি রাষ্ট্রসঙ্ঘের তালিকা তৈরী করেছে।
উল্লেখ্য, ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের এই মন্তব্য অত্যন্ত তাতপর্যপূর্ণ।
এদিকে, ট্রাম্প ইতিমধ্যেই ঘোষনা করেছে, গ্রীনল্যান্ড অধিগ্রহনের বিষয়ে যে সব ইউরোপীয় দেশ তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করবেন, সেই সব দেশের ওপর শুল্কের হার বাড়ানো হবে।