December 18, 2025 12:55 PM

printer

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের কাছে ভূখন্ড হস্তান্তরের দাবি তিনি মানতে নারাজ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের কাছে ভূখন্ড হস্তান্তরের দাবি তিনি মানতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বার্ষিক বৈঠকে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেন এবং বলেন, প্রয়োজন হলে রাশিয়া জোর করে ভূখন্ড দখল করবে। পাশাপাশি পুতিন উল্লেখ করেন, রাশিয়া কারোর নিরাপত্তার  অধিকারে হস্তক্ষেপ করেনি। ন্যাটো সদস্য দেশগুলোর পুর্ব দিকে সম্প্রসারণ না করার প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন রাশিয়ার রাষ্ট্রপতি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।