মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 19, 2025 1:03 PM

printer

রাশিয়ার নামচাটকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

রাশিয়ার নামচাটকায় আবার-ও শক্তিশালী ভূমিকম্প  অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষন অনুসারে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক আট । তবে রাশিয়ার সরকারী সংস্থা Geophysical Service অবশ্য জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক চার।  প্রশান্ত মহাসাগরে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র উপকূল অঞ্চলে সম্ভাব্য জলোচ্ছ্বাসের সতর্কত জারী করেছে। তবে ভূমিকম্পে বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই।