রাশিয়ার কামচাটকায় এক ভূমিকম্পের কারণে দেশের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক চার। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানানো হয়েছে, কামচাটকার প্রশাসনিক অঞ্চল, পেট্রোপাভলস্ক থেকে ১১১ কিলোমিটার দূরে এই ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্হল। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছেন, কামচাটকার এই ভূমিকম্পে সেদেশের সমুদ্র উপকূলে জলচ্ছ্বাস দেখা দিলেও ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি।