December 28, 2025 8:58 AM

printer

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনার অবসান ঘটাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আজ ফ্লোরিডায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনার অবসান ঘটাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আজ ফ্লোরিডায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। জানা গেছে  ২০-দফা শান্তি পরিকল্পনা এবং সম্ভাব্য মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কি জানান তার প্রশাসন ইউক্রেনের সমৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী রুপরেখা  নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে। তবে জেলেনস্কির এই সফরের মাঝে গতকাল কিয়েভে এক বিমান হামলার খবর এসেছেযার ফলে দুজনের মৃত্যু হয়ছে, পাশাপাশি শহরের বিশাল অংশে বিদ্যুৎ সরবরাহও ব্যহত হয়েছে।

উল্লেখ্য ফ্লোরিডা যাওয়ার পথে গতকাল কানাডার প্রধানমন্ত্রীর মার্ক কার্নির সঙ্গে দেখা করেন জেলেনস্কি। বৈঠকে কার্নি ইউক্রেনের জন্য ১৮২ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।