December 3, 2025 1:07 PM

printer

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। রাষ্ট্রপতি পুতিন ২৩ তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বিদেশে দপ্তরের আধিকারিক জানিয়েছেন বাণিজ্য ,অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই সফরে মূল যে বিষয়গুলি যেমন দুদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি বিষয়ে লক্ষ্য রাখা হবে। পাশাপাশি প্রতিরক্ষা, শক্তি ও মহাকাশ ক্ষেত্র‌ দুটি দেশের কাছে  বিশেষ তাৎপর্য পূ্র্ণ।

দিল্লিতে স্পুটনিক নিউজ এজেন্সি অন লাইন সাংবাদিক বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রুশ রাষ্ট্রপতির এই সফরে S 400s ও‌ SU 57 নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে। ক্রেমলিন মুখপাত্র আরও বলেন যে তারা যৌথ ভাবে ভারত থেকে রাশিয়ায় পাঠানো আরও পণ্যসম্ভার আরও কি ভাবে বেশি করে পাঠানো যায় তার পন্থা পদ্ধতি খতিয়ে দেখবেন। পেসকভ দৃঢ়তার সঙ্গে বলেন, ভারত রুশ বাণিজ্যের পরিমাণ ৬৩ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছবে।