June 24, 2024 1:50 PM

printer

রাশিয়ার উত্তর ককেশাসের ডারবেন্ট ও মাখাচকালা শহরে জোড়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। 

রাশিয়ার উত্তর ককেশাসের ডারবেন্ট ও মাখাচকালা শহরে জোড়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।  এর মধ্যে ১৫ জন পুলিশ আধিকারিক, এক যাজক ও এক নিরাপত্তা রক্ষী রয়েছেন। হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে।  বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।  গভর্নর সের্গেই মেলিকভ এই হামলার তীব্র নিন্দা করেছেন।  

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, একদল সশস্ত্র দুষ্কৃতি কাস্পিয়ান সাগরের তীরবর্তী ডারবেন্ট শহরের একটি ধর্মীয় উপাসনালয় ও একটি গির্জায় গুলি চালায়। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় একটি গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টেও হামলা হয়েছে বলে খবর। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।