মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 1, 2024 10:03 AM

printer

রাত ভর প্রবল বর্ষন এবং একাধিক জায়গায় জল জমে যাওয়ায় দিল্লী সরকার আজ জাতীয় রাজধানী এল্কায় সব স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা করেছ।

রাত ভর প্রবল বর্ষন এবং একাধিক জায়গায় জল জমে যাওয়ায় দিল্লী সরকার আজ জাতীয় রাজধানী এল্কায় সব স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা করেছ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শিক্ষামন্ত্রী আতিশী জানান, ভারী বৃষ্টিতে জল জমার ফলে জনগণের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং স্পাইসজেট সহ অন্যান্য উরান সংস্থা পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশিকা জারী করেছে। কয়েকটি উড়ান ঘুরপথে চালানোর পাশাপাশি, সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে যাত্রীদের আগেভাগে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

     দিল্লীর উপরাজ্যপাল ভিনয় কুমার সাক্সেনা, প্রশাসনের সব আধিকারিককে সতর্ক থাকতে বলেছেন। বিভিন্ন কোচিং সেন্টার সহ জল জমার প্রবনতা রয়েছে এমন জায়গাগুলিতে নজর রাখতে বলেছেন তিনি।

এদিকে, আবহাওয়া দপ্তর আজও দিল্লীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। জাতীয় রাজধানী এলাকায় আগামী ৫-ই আগষ্ট পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আই এম ডি।