রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দার্জিলিং-এর মিরিক ও সুখিয়ায় ২০ জনের মৃত্যু।
টানা দুদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। আজও জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির কারণে লাল সর্তকতা জারি করা হয়েছে । এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ধ্বস প্রবণ এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনাস্থলে যাচ্ছেন।