June 3, 2025 9:07 AM

printer

রাজ্য সরকার, OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর  তালিকা সংশোধন করেছে

রাজ্য সরকার,  OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর  তালিকা সংশোধন করেছে । নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধিত তালিকা অনুমোদিত হয় বলে প্রশাসনিক  সূত্রের খবর।  

অনগ্রসর কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে,  ওবিসি কমিশন,  নতুন ৭৬ টি জাতিকে এই তালিকায়  অন্তর্ভুক্ত করার  সুপারিশ করেছে।  সেই অনুযায়ী এই রাজ্যের  ও বি সি র তালিকায় থাকা ৬৪ টির সঙ্গে নতুন করে ৭৬ টি জাতি যুক্ত করা হলো।

বিধানসভার আসন্ন অধিবেশনে  এই ১৪০ টি জাতি নিয়ে  সংশোধিত তালিকা পেশ করা হবে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।