রাজ্য সরকার স্বামী বিবেকানন্দর ঐতিহাসিক শিকাগো বক্তৃতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়া ও যুব কল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের সঙ্গে আই এফ এ যৌথভাবে জেলাভিত্তিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করবে। মন্ত্রী বলেন, স্বামীজি ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে ভাষন দিয়েছিলেন অন্যদিকে ঐ বছরেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। সেই কারনেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার প্রতিটি জেলা থেকে বাছাই করা ৮টি করে ক্লাবকে নিয়ে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বেলুড় মঠের নিজস্ব মাঠে এই প্রতিযোগিতা শুরু হবে বলে তিনি জানিয়েছেন। আগামী মার্চ মাসে ফাইনাল সহ মোট ৩৯০টি ম্যাচ হবে। পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা।
Site Admin | August 21, 2025 9:50 PM
রাজ্য সরকার স্বামী বিবেকানন্দর ঐতিহাসিক শিকাগো বক্তৃতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
