রাজ্য সরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-SIR প্রক্রিয়ায় বিকল্প নথি হিসেবে, রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই এই সুপারিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। জেলা শাসকদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
CEO মনোজ আগরওয়াল দিল্লিতে নির্ধারিত কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকের আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রস্তাব-সহ একটি খসড়া প্রতিবেদন কমিশনের কাছে পাঠান।
আজ তিনি দেশের অন্যান্য রাজ্যের CEO-দের সঙ্গে নির্বাচন কমিশনের ওই বৈঠকে যোগ দিয়েছেন। রাজ্যে SIR প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে’ও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ইতমধ্যেই আধার কার্ডকে পরিচয় পত্রের দ্বাদশ নথি হিসেবে মান্যতা দিয়েছে।