মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 27, 2025 9:47 PM

printer

রাজ্য সরকার প্রশাসনের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করেছে।

রাজ্য সরকার প্রশাসনের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার  দফতর আজ এ সংক্রান্ত একাধিক বিজ্ঞপ্তি জারি করে আইএএস পদমর্যাদার ৬৭ জন এবং ৩১৫ জন WBCS আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। এর মধ্যে আছেন, একাধিক জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন।

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে সরিয়ে বীরভূমের জেলাশাসক করা হয়েছে। বীরভূমের বর্তমান জেলাশাসক বিধান চন্দ্র রায় হচ্ছেন খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে আনা হয়েছে কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। কোচবিহারের নতুন জেলাশাসক হচ্ছেন রাজু মিশ্রা। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেট্টিকে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হচ্ছেন নীতিন সিংহানিয়া। তিনি এতদিন মালদার জেলাশাসক ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডক্টর গোদালা কিরণ কুমার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনার, হুগলীর জেলাশাসক মক্তা আর্য শিল্প, বাণিজ্য ও শিল্পদ্যোগ দপ্তরের সচিব এবং দক্ষিণ দিনাজপুরের বিজিং কৃষ্ণা পশ্চিম মেদিনপুরের জেলাশাসক পদে বহাল হয়েছেন।  

অন্যদিকে, ১০ জন আইএএস আধিকারিককে অফিসার অন স্পেশ্যাল ডিউটির পদ থেকে মহকুমাশাসকের পদে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই বদলি আগে থেকেই নির্ধারিত থাকলেও উত্সবের মরশুমে তা কার্যকর হয়নি বলে নবান্ন সূত্রে গেছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।