রাজ্য সরকার পুজোর আগে শহরের সেতু ও রাস্তাঘাট মেরামত করার উপর জোর দিয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-KMDA জানিয়েছে, ইতমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সেতুর সংস্কার শেষ হয়েছে। EM বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের কাজ শেষ হওয়ার পর এবার শিয়ালদহ উড়ালপুলের মেরামতির কাজ শুরু হয়েছে। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শিয়ালদহ উড়ালপুলের মেরামতি, আগামী সোমবারের মধ্যেই শেষ হয়ে যাবে।
হাওড়াতেও চলছে রাস্তাঘাট সংস্কার। দুই চাকার যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের মেরামতির কাজ দ্রুত এগোচ্ছে বলে জানানো হয়েছে।