রাজ্য সরকার নারী ও শিশুদের সুরক্ষায় প্রশাসনিক কাঠামো আরও জোরদার করছে। বিধানসভায় আজ নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানান, গার্হস্থ্য হিংসা রুখতে রাজ্যের ২৩টি জেলায় ইতিমধ্যেই ২৮ জন প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিপদগ্রস্ত মহিলাদের জন্য চালু হয়েছে ৩৭টি শক্তি সদন, যা এনজিওর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২.১৫ কোটি মহিলা সহায়তা পাচ্ছেন। এ ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন ৯৩ লক্ষের বেশি মহিলা ।