রাজ্য সরকার ধর্ম, জাতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সব সময় চেষ্টা চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী মন্তব্য করেছেন। আজ কলকাতা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ব নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভাজন নয়, ঐক্যে আগ্রহী। বিভাজনের ফলে দেশের সার্বিক ক্ষতি হয় বলেও তিনি উল্লেখ করেন। ওয়াকফ সংশোধনী আইনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কারোর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার অধিকার নেই। তিনি সার্বিক ঐক্যের ওপর জোর দিয়েছেন।
Site Admin | April 9, 2025 6:24 PM
রাজ্য সরকার ধর্ম, জাতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সব সময় চেষ্টা চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী মন্তব্য করেছেন।
