মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2025 9:47 PM

printer

রাজ্য সরকার এবছর দুর্গা পুজোর অনুদান আরও ২৫ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে।

রাজ্য সরকার এবছর দুর্গা পুজোর অনুদান আরও ২৫ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে। উৎসবের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে  পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে জানান এ বছর কমিটি গুলি ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পাবে।

পুজো কমিটিগুলির জন্যে ফায়ার লাইসেন্স সহ বিভিন্ন  ধরনের লাইসেন্স মকুব  ছাড়াও এইবার বিদ্যুত বিলে আশি শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষনা করেন তিনি।  

দোসরা থেকে চৌঠা অক্টোবর প্রতিমা বিসর্জন এবং নির্বাচিত প্রতিমাগুলিকে নিয়ে ৫ তারিখে কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হবে বলে বৈঠকে  মুখ্যমন্ত্রী জানান ।

কলকাতা ও জেলা মিলিয়ে এইবার প্রায় ৪৫ হাজার সর্বজনীন পুজোর আয়োজন করা হচ্ছে।

 আসন্ন শারদ উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা সহ রাজ্যজুড়ে সার্বিক ব্যবস্থাপনা সঠিক রাখতে প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের দিনগুলিতে পরিস্থিতির উপরে নজরদারির জন্যে  মহকুমা, জেলা ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম খোলা,  মহিলাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ভিনরাজ্যে কাজে গিয়ে যে সব পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হয়ে রাজ্যে ফিরে আসছেন পুজো কমিটিগুলিকে তাদেরও  সহযোগিতা করতে বলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন