রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে “পিঙ্ক করিডোর” বা “গোলাপী রাস্তা” কর্মসূচী এবার কলকাতা শহরেও শুরু করা হবে। গতকাল পুরভবনে মাসিক অধিবেশনে চেয়ারপার্সন মালা রায় একথা জানিয়ে বলেন, উপযুক্ত প্রশিক্ষণের পর শহরের প্রত্যেক ওয়ার্ডের আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হবে। এই কাজের তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর দীপ্তেন্দ্র সরকার একটি পরিসংখ্যানমূলক তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বের প্রতি আট জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি একটি গবেষণায় বার্ষিক ছ’লক্ষ নতুন কেস ধরা পড়েছে যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই কারণে বর্তমানে স্তন ক্যান্সারের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার জন্য এই পিংক করিডোর কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ডক্টর সরকার আশা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী অক্টোবর মাসেই আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। এই সংক্রান্ত একটি অ্যাপও প্রকাশিত হবে, যার মাধ্যমে রোগীর সমস্যা সনাক্তকরণের পর থেকে সমগ্র চিকিৎসা পদ্ধতির ট্র্যাক রাখা হবে।
উল্লেখ্য, স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরী ও দ্রুত সনাক্তকরণের ক্ষেত্রে গ্রাম্য এলাকায় এই পিংক করিডোর বা গোলাপী রাস্তা কর্মসূচী ইতিমধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে বলে ডক্টর দীপ্তেন্দ্র সরকার জানিয়েছে।