মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 28, 2024 9:43 PM

printer

রাজ্য সরকারের  বিভিন্ন দফতরে ৬৭৩ টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের  বিভিন্ন দফতরে ৬৭৩ টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দফতরে এই পদগুলি তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে আগামী দিনে সরকারি চাকরি প্রত্যাশী যুবদের সামনে কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রী সমস্ত দফতরকে কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিককালে বাংলাদেশি সন্দেহে প্রতিবেশী ওড়িশায় এ রাজ্যের শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে তিনি ওড়িশা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন । মঙ্গলবারে ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানে আহত হওয়া পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানোর ব্যাপারেও তাঁদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদের নিজের নিজের এলাকার আহত পুলিশ কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।  যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য মন্ত্রীদের তিনি নির্দেশ দেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।