রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্যভাতা সংক্রান্ত মামলার শুনানি, আজ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেছে। রাজ্যের আইনজীবিরা সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলার শুনানিতে ব্যস্ত থাকায় DA সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান। ১০’ই সেপ্টেম্বরের পর মামলাটি শোনার অনুরোধ জানানো হলে, শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং পি কে মিশ্রার বেঞ্চ, তা’ মঞ্জুর করে। তবে, কবে এই মামলার শুনানি হবে, তা’ জানা যায়নি।
এর আগে শীর্ষ আদালত রাজ্যকে বকেয়া DA-র ২৫ শতাংশ ৬’সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমার মধ্যে রাজ্য, সরকারি কর্মীদের DA দেয়নি। তার বদলে আদালতের কাছে ৬’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতেই গত চৌঠা আগস্ট থেকে সাত তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলার টানা শুনানি হয়। তারপর এই নিয়ে আরো দুবার শুনানি পিছিয়ে গেলো।