মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 8, 2025 8:58 PM

printer

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতা দেওয়া সংক্রান্ত মামলার শুনানি  সুপ্রিম কোর্টে আজ শেষ হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতা দেওয়া সংক্রান্ত মামলার শুনানি  সুপ্রিম কোর্টে আজ শেষ হয়েছে। কিন্তু দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ,  রায় ঘোষণা স্থগিত রেখেছেন  । এই মামলা সম্পর্কে কারও কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য সব পক্ষকে ই  নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও মামলাকারী বিভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবী ও রাজ্যের আইনজীবীরা এতদিন আদালতে যা  সওয়াল করেছেন তাও  লিখিত আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আজ আদালতে  বলেন, সুপ্রিমকোর্ট  মহার্ঘভাতা দিতে  যদি কোন নির্দেশ দেয় , তাহলে তা   দেশের বিভিন্ন রাজ্যেই  কার্যকর হওয়া উচিত। তার জন্য সব রাজ্যকেই নোটিশ করতে হবে।

 উল্লেখ্য, শীর্ষ আদালত এর আগেও রাজ্যকে ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু রাজ্য তা না দিয়ে আদালতের কাছে আরও ৬ মাস সময় চেয়েছে। সেই আবেদনের ভিত্তিতে  ৪ থেকে ৭ ই আগস্ট প্রতিদিন এবং তারপর বেশ কয়েক দফায় এই মামলার শুনানি পিছিয়ে যায়। আজ সেই শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা।