রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মূল মামলার শুনানি আগামীকাল সুপ্রিমকোর্টে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হওয়ার কথা। শীর্ষ আদালত গত ১৬ ই মে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি রাজ্যকে হলফনামা পেশ করে তাদের বক্তব্যও জানাতে বলা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশ পালনের জন্য অতিরিক্ত ৬ মাস সময় চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। নির্দেশের বেশ কিছু জায়গায় সংশোধনীও চাওয়া হয়েছে।
এদিকে, কর্মচারীদের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও করা হয়েছে। ৮ই আগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা।