রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
দুপুরে কলকাতার একটি বেসরকারি হোটেলে তিনি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার পর সায়েন্সসিটি অডিটোরিয়ামে বুথস্তরের কর্মীদের সঙ্গে কথা বলেবেন শ্রী শাহ। আর এস এসের পদাধিকারিকদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
বিকেলে তিনি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে যেতে পারেন বলে বিভিন্ন সূত্রের খবর।
সোমাবার তিনদিনের সফরে কলকাতায় পৌঁছে সল্টলেকে বিজেপির দফতরে দলীয় নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। কলকাতা পৌঁছানোর পরেই সামাজিক মাধ্যমে বাংলায় পোস্ট করে শ্রী লেখেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।