November 25, 2025 12:05 PM

printer

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে

এস আই আর-এর কাজে সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কাজ করছে না এখন থেকে তা সরাসরি জানাতে পারবেন DEO-রা। অভিযোগ পেলেই অ্যাপের সঙ্গে যুক্ত ৮-টি টেলিকম সংস্হার কর্তা ব্যক্তি এবং সি ই ও অফিসের আধিকারিকরা দ্রুত ব্যবস্হা নিতে পারবেন। সংশ্লিষ্ট টেলিকম সংস্হাগুলির সঙ্গে আয়োজিত এক বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল গতকাল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যার নামে কোনও অভিযোগ ফেলে রাখা যাবে না। একই সঙ্গে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ করলে বি এল ও-দের শংসাপত্র এবং আর্থিক পুরষ্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এ-জন্য নির্ধারিত সময়সীমা বা কাট-অফ ডেট আজ অর্থাৎ ২৫ নভেম্বর ধার্য করা হয়েছে।