মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 1, 2025 2:10 PM

printer

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, ভোটার তালিকায় সংশোধন করানোর দরকার থাকলে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা জানানো হয়েছে

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগের নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তোলার পরই নির্বাচন কমিশন তাঁদের অবস্থান স্পষ্ট করেছে। গতরাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক্স হ্যান্ডেলের এক বার্তায়, ভোটার তালিকায় সংশোধন করানোর দরকার থাকলে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা জানানো হয়।

বলা হয়েছে, ১৯৫০ এর জনপ্রতিনিধিত্ব আইন ১৯৬০-এর ভোটার নিবন্ধন বিধি  এবং ভোটার তালিকা সংক্রান্ত ম্যানুয়াল ERO, BLRO, DEO, এমনকি CEO-রা ইলেকট্রোরাল রোল সংক্রান্ত কাজ করেন। এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্ট। বুথ স্তরের এই এজেন্টদের নিয়োগ করেন প্রতিটি রাজনৈতিক দল। কোনও নির্দিষ্ট দাবি বা আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্ব প্রথম জানাতে হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে।

এদিকে, ভোটার লিস্টে কারচুপির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গত ১৫ বছরে CPIM-কে চার গুণ অতিক্রম করেছে বলে বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে জাল ভোটার কার্ড তৈরী করা হয়েছে। প্রতিটা  বুথে ৫০০ থেকে হাজার ভুয়ো ভোটার রয়েছে।