June 24, 2025 10:42 AM

printer

রাজ্য বিধানসভায় গতকাল তাদের চার বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি আজ বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচী নিয়েছে।

রাজ্য বিধানসভায় গতকাল তাদের চার বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি আজ বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচী নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকদের বলেন, বিধায়কদের সাসপেনশন এবং তাদের নিগ্রহ করার প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হবে।

এছাড়া বিজেপি পরিষদীয় দল বিধানসভার আগামী অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলেও শুভেন্দু বাবু জানান। তার দাবি, তারা গতকাল অধিবেশনে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালে অধ্যক্ষ বিধায়কদের সাসপেন্ড করেন। এছড়াও বিধায়কদের নিগ্রহ করে বাইরে বের করে দেওয়া হয়। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ কয়েকজনের চশমা ও ঘড়ি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।

বিরোধী দলনেতা জানান, এর বিরুদ্দে অধ্যক্ষের কাছে অভিয়োগ জানাতে গেলে প্রথমে শুধুমাত্র মাইক ও টেবিল ভাঙার জন্য তদন্তের কথা বলা হয়। পরে তারা এর প্রতিবাদ জানালে তখন বিধায়কদের নিগ্রহের বিষয়ে তদন্তের আশ্বাস দেন অধ্যক্ষ।  

আগেই জানানো হয়েছে, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার অধিবেশন গতকাল এমন উত্তপ্ত হয়ে ওঠে, যা সাম্প্রতিককালে নজিরবিহীন। সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও এবং দীপক বর্মনকে।

অধ্যক্ষ জানিয়েছেন, বিধানসভার সম্পত্তিও ভাঙচুর করা হয়েছে। এই নিয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিধানসভায় গতকাল মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগে দলের পক্ষ থেকে গতকাল কলকাতার হেয়ার স্ট্রিট থানায় FIR দায়ের করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।