June 24, 2025 8:56 PM

printer

রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে

রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। প্রথামাফিক ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবির কথা ঘোষণা করেন। নিজের সমাপ্তি ভাষণে অধ্যক্ষ, শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের আরো বেশি করে অধিবেশনে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আহ্বান জানান।  নিজের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দিয়ে অধ্যক্ষ বলেন, এই  অধিবেশনে মোট ১৬৩টি প্রশ্নের মধ্যে ৯০টি ছিল বিরোধীদের। অতিরিক্ত প্রশ্নের ক্ষেত্রেও বিরোধী বিধায়কদের দ্বিগুণ সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

সভায় গতকালের গোলমাল নিয়ে তিনি ‘নিরপেক্ষ তদন্তে’র আশ্বাস দিয়েছেন। নিরাপত্তা রক্ষীদের ওপর বিজেপি বিধায়কদের হামলা এবং দুই বিধায়কের ঘড়ি ও চশমা ভেঙে যাওয়ার ঘটনারও তদন্ত করা হবে বলে তিনি জানান।

 তবে  বিরোধী পক্ষের কোন সদস্য সেই সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না।

বিধানসভার দুই সংগীত শিল্পী সদস্য- মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং অদিতি মুন্সির সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘটে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।