মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2025 8:38 AM

printer

রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের  সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে একটি মামলা, আগামীকাল থেকে সুপ্রিম কোর্ট এর সাংবিধানিক বেঞ্চে শুরু হবে।

রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের  সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে একটি মামলা, আগামীকাল থেকে সুপ্রিম কোর্ট এর সাংবিধানিক বেঞ্চে শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ১৪৩ নম্বর ধারায় এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত জানতে চেয়েছেন। এরই ভিত্তিতে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ প্রাথমিক পর্যায়ে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে তামিলনাড়ু এবং কেরালা সরকারের বক্তব্য শুনবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে যে, বিলের বিষয়ে  সিদ্ধান্ত নিতে , রাষ্ট্রপতি ও রাজ্যপালের ওপর সময়সীমা দেওয়া হলে,  সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এছাড়া বিচার বিভাগ তাদের ওপর সংবিধান কর্তৃক  ন্যস্ত ক্ষমতার বেশি ক্ষমতা পেয়ে যেতে পারে। কেন্দ্র সর্বোচ্চ আদালতের কাছে তাদের বক্তব্যে আরও জানিয়েছে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিলে সম্মতি দেওয়ার ব্যাপারে তাদের ভূমিকা কোনভাবেই আদালতের বিচার্য বিষয় হতে পারে না।

উল্লেখ্য এবছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের এক মামলার রায়ে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলির বিষয়ে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে । এরই প্রেক্ষিতে রাষ্ট্রপতি পদাধিকার বলে সুপ্রিম কোর্ট এর কাছে এক রেফারেন্সে তাদের মতামত জানতে চান ।  উনিশে আগস্ট সোমবার থেকে কেন্দ্র এবং রায়ের সমর্থক রাজ্যগুলির বক্তব্য শোনা হবে। পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ আদালতের রায়ের বিরোধী রাজ্যগুলির বক্তব্যও শোনা হবে।