রাজ্য পরিবহন নিগমের একটি বাস হিমাচল প্রদেশের মান্ডি জেলার তারাঙ্গলায় ভারসাম্য হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজন মহিলা ও চারজন পুরুষ।সারকাঘাট থেকে দুর্গাপুরগামী বাসটিতে ২৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে হাত লাগায়।সরকার এই দুর্ঘটনার ব্যাপারে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তর নির্দেশ দিয়েছে। রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা ও মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুর্ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন।
Site Admin | July 24, 2025 10:09 PM
রাজ্য পরিবহন নিগমের একটি বাস হিমাচল প্রদেশের মান্ডি জেলার তারাঙ্গলায় ভারসাম্য হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।
