রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকরা কোন সমস্যায় পড়লে, তাদের জন্য হেল্প লাইন চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান, সাংসদ সামিরুল ইসলাম আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলা ভাষায় কথা বলার জন্য দেশের বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। রাজ্য সরকার এ পর্যন্ত ১১৪৩ জনকে এরকম পরিস্থিতি থেকে রাজ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি জানান, এই শ্রমিকদের সাহায্য করতে রাজ্য সরকারের উদ্যোগে শ্রমশ্রী প্রকল্প ইতমধ্যেই চালু হয়েছে যেখানে পাঁচ লক্ষ ২৫ হাজার ২৬০টি আবেদন জমা পড়েছে। এছাড়াও যে কোন রকম সমস্যায় ১৮০০-১০৩-০০৯ এই হেল্পলাইনে সব সময় যোগাযোগ করা যাবে। শ্রী ইসলাম জানান এখনো পর্যন্ত শ্রমিক কল্যাণে রাজ্য ২১৮টি ক্ষেত্রে দু’কোটি পনের হাজার টাকা খরচ করেছে।
Site Admin | December 29, 2025 6:54 PM
রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকরা কোন সমস্যায় পড়লে, তাদের জন্য হেল্প লাইন চালু করেছে রাজ্য সরকার।