November 10, 2025 10:08 PM

printer

রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হলেও উত্তরবঙ্গের ৫ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে।

রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হলেও উত্তরবঙ্গের ৫ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। গতকালের মত আজও আলিপুরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় দু ডিগ্রী কম। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮° সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন দশমিক ৮ ডিগ্রি কম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে ৪ দশমিক দুই ডিগ্রি কম ছিল। আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ কোনো তারতম্য হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।