January 24, 2026 6:29 PM

printer

রাজ্যে ২০২৬সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতীক ও স্বপ্ন নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে বিজেপি দাবি করেছে।

রাজ্যে ২০২৬সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতীক ও স্বপ্ন নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন,রাজ্যে যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে তাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ গঠন করে দিয়ে গেছেন,সেই পশ্চিমবঙ্গ আজ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। নীরবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। তাই ২০২৬ সালের নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে তার অনুগামীরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত কাজ করে যাচ্ছেন। রাজ্য সভাপতি জানান, তৃণমূল কংগ্রেস চলে গেছে। শুধুমাত্র একটি জীবাশ্ম পড়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের স্মৃতিচারণা করে শ্রী ভট্টাচার্য আরো বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে শুধুমাত্র বাঙালির ছিলেন না। একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র বিজেপির নন। তিনি সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য চোখের জল ফেলেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।