January 21, 2026 10:56 PM

printer

রাজ্যে সর্বত্র আগামী ৭ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রাজ্যে সর্বত্র আগামী ৭ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পরবর্তী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পানাগড়ে ১১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের কোচবিহারে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও কলকাতায় ১৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৩° বেশি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রাতের সর্বনিম্ন তাপমাত্রায় কোনো হেরফের হবেনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।