রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়লো তার স্বাভাবিকের থেকে কমই রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ দশমিক ৩ ডিগ্রি কম। আজ রাজ্যে শীতল আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং হুগলি জেলায়। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এক দুই ডিগ্রী বাড়লেও তা স্বাভাবিকের থেকে কম থাকবে এবং আগামী সাতদিন রাজ্যে শীতল আবহাওয়ায় পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
Site Admin | January 8, 2026 9:07 AM
রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত।