মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 23, 2025 1:35 PM

printer

রাজ্যে মোট কতজন‌ শিক্ষক-শিক্ষিকা টেট উত্তীর্ণ নন, তা জানতে কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

রাজ্যে মোট কতজন‌ শিক্ষক-শিক্ষিকা টেট উত্তীর্ণ নন, তা জানতে কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সব জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই তথ্য জানতে চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে সেই তথ্য  পর্ষদের দপ্তরে জমা দিতে নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্র সরকারের একটি মামলায় সব রাজ্যের ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে টেট উত্তীর্ণ হতে হবে। যে সব শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন, তাঁদের চাকরি চালিয়ে যেতে হলে আগামী দু’বছরের মধ্যে বাধ্যতামূলক ভাবে টেট পাশ করতে হবে। পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। সেই নির্দেশ মেনে এ রাজ্যের প্রতিটি জেলায় কতজন শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন, তাঁদের অবসরের তারিখ সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।