মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2025 9:43 PM

printer

রাজ্যে মাধ্যমিক স্কুলগুলিতে ২০১৬ সালে যোগ্য চাকরিরত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

রাজ্যে মাধ্যমিক স্কুলগুলিতে ২০১৬ সালে যোগ্য চাকরিরত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ যোগ্য কর্মরত শিক্ষকদের দায়ের করা মামলার নির্দেশে জানিয়েছেন, যাদের ৪৫ থেকে ৫০ শতাংশের মধ্যে নম্বর রয়েছে তাদের  নতুন পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করার সুযোগ দিতে হবে। এর জন্য ৭ দিন সময় দিতে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। তবে পরীক্ষার নির্ধারিত সময়সীমা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্কুল সার্ভিস কমিশন।

সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল  প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিলেও যোগ্যদেরকে নতুন পরীক্ষায় বসার সুযোগ দিতে নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে নির্দেশে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশ মত ২০১৬ সালের জন্য ফের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করলেও, কমিশন বেশ কিছু নতুন নিয়ম চলতি বছরের জন্য চালু করে। নতুন নিয়মে পরীক্ষায় অংশগ্রহণকারীর স্নাতক স্তরের ন্যুনতম নম্বর ৫০ শতাংশ হতে হবে বলে জানানো হয়। ফলে যোগ্য হলেও যারা চাকরি করছেন তাদের অনেকের নম্বর ৫০ শতাংশের কম হওয়ার জন্য তাদের আবেদন পত্র বাতিল করে কমিশন। বিষয়টি নিয়ে  কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চও স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। এরপর এই চাকরীরত শিক্ষকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।