রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই জেলায় এক হাজার ৫৫১টি বুথ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এর ফলে জেলায় মোট বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ১০ হাজার ৪১০। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সেখানে বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে দশ হাজার ৫৪। এছাড়াও মুর্শিদাবাদে এক হাজার ২৫১, মালদায় ৯১৫টি বুথ বৃদ্ধি করার জন্যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে কম বুথ বাড়ছে কলকাতা উত্তরে। সেখানে ছয়টি বুথ বৃদ্ধির প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
Site Admin | August 31, 2025 9:41 AM
রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।