রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার, অতিরিক্ত মুখ্য রোল অফিসার, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দফতরের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং রাজ্যে নিযুক্ত ১২ জন ইলেকটোরাল রোল অবজারভারও রয়েছেন। মূলত নির্বাচন কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত যে সব নতুন নির্দেশ এসেছে, তা বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।
Site Admin | December 6, 2025 9:54 PM
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন।