মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 18, 2025 10:11 PM

printer

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল এখন কলকাতায়।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল এখন কলকাতায়। ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই দুই নির্বাচনী জেলার ই আর ও দের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক সম্পর্কে মনোজ আগারওয়াল সাংবাদিকদের জানান, কাজের অগ্রগতিতে বিশেষ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।

এর পরে তাঁরা স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের দফতর পরিদর্শন করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ওই ভবনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব কমিশন বিবেচনা করছে। এর পরে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের অন্য কর্তারা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।