রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। ১৩ হাজার ৪২১ টি শূন্য পদের জন্য আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
এদিকে, স্কুল সার্ভিস কমিশন আগামী ২৬ নভেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। আঞ্চলিকভাবে ইন্টারভিউ হবে। তার বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে। এসএসসি জানিয়েছে, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ইন্টারভিউ হবে বাংলা ও ইংরেজি বিষয়ে।
উল্লেখ্য, গতকাল থেকেই নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন বাংলার পর আজ, ইংরেজি বিষয়ে চাকরিপ্রার্থীদের নথি যাচাই হবে।
অন্যদিকে, মমতা ব্যানার্জীর সরকার রাজ্যে থাকলে বেকার সমস্যাও জিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।