রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বারাসাতের হাসপাতালে ভর্তি দুই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এই খবর নিশ্চিত করেছে। ওই দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেও জানা গেছে। তাঁরা এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। চিকিত্সকদের নির্দেশ অনুযায়ী সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কড়া সতর্কতা অবলম্বন করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে চলছে কনট্যাক্ট ট্রেসিং-এর কাজ।
নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বতোভাবে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা সামাজিক মাধ্যমে এক বার্তায় এব্যাপারে রাজ্যকে পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেলেঘাটা আইডি হাসপাতালে ১০ টি এমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে ৬৮ টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে ওই হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, নিপা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসার জন্য এই হাসপাতালের একটি পুরো তল বা ‘ফ্লোর’ নির্দিষ্ট করা হচ্ছে। দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে এই ওয়ার্ডটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।