রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে যাওয়া উচিত বলে প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সূচনা এবং তিন হাজার কোটি টাকারও বেশি নতুন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আজ মালদায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই রাজ্যে সব থেকে বড় সমস্যা হলো অনুপ্রবেশের। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা এক মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং এরফলে কিছু অঞ্চলে জনবিন্যাস এবং ভাষাও বদলে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, গোটা বিশ্বে এমন বহু দেশ আছে, যাদের অর্থের অভাব নেই। কিন্তু তারাও অনুপ্রবেশকারীদের তাদের দেশ থেকে বার করে দিচ্ছে। পশ্চিমবঙ্গেও তা হওয়া উচিত, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কারণে সেটা হচ্ছে না। এই প্রসঙ্গে তিনি মূর্শিদাবাদের বেলডাঙায় কিভাবে এক মহিলা সাংবাদিককে কিভাবে নিগ্রহ করা হয়েছে, তার অবতারণা করেন।
অনুপ্রবেশের কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে। তিনি জানান, বিজেপি সরকার রাজ্যে এলেই, এই সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, মতুয়া এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নীপিড়ণের কারণে যারা এদেশে আসছেন, তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। ভাষণের শুরুতে তিনি শিবেন্দু শেখর রায়ের প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, তার জন্যই এই অঞ্চল ভারতে যুক্ত হতে পেরেছে। তিনি মালদার ইতিহাস উল্লেখ করে হিংসার রাজনীতি থেকে মুক্ত হয়ে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান।