রাজ্যে চলতি এস আই আর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেনসির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে, তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে। আজ সর্বোচ্চ আদালত এক নির্দেশে কমিশনকে বলেছে, তথ্যগত অসংগতি থাকলে তার শুনানি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। অভিভাবকদের নামে অসঙ্গতি, বাবা ও মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য অত্যন্ত কম থাকা সহ নানা কারণে পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ২৫ লক্ষ মানুষকে এস আই আর-এ শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সময় কোন ব্যক্তি তার প্রয়োজনীয় নথি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারে। বুথ লেভেল এজেন্ট বিএলএ-দেরও স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে।
দুরত্বের কারণে যারা শুনানি কেন্দ্রে পৌঁছতে পারছেন না, তাদের সুবিধার জন্য পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসগুলিতে নথি জমা দেওয়ার কথা বলেছে, সুপ্রিম কোর্ট। শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরা জমা দেওয়া কাগজে কোনরকম অসঙ্গতি দেখলে পুনরায়, প্রয়োজনীয় নথি সহ হাজিরার সুযোগ দেবে। প্রধানবিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত, ও জয়মাল্য বাগচি-র বেঞ্চ পশ্চিমবঙ্গে এস আই আর সম্পর্কিত এক শুনানির সময় আজ এই নির্দেশ দেন।