রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তি ভিত্তিক কর্মী এবং বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। বিডিও, ইআরও এবং এইআরওদের উদ্দেশে জারি এক নির্দেশে কমিশন জানিয়েছে যে, এর অন্যথা হলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য বিজেপি, ডেটা এন্ট্রির কাজে এই ধরনের কর্মীদের ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তোলে।
এদিকে, আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যে ৩ কোটি ১৫ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। এই সংখ্যা বণ্টন করা এনুমারেশন ফর্মের ৪১ দশমিক ২০ শতাংশ।
Site Admin | November 22, 2025 9:44 PM
রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তি ভিত্তিক কর্মী এবং বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে।