রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,রাজ্যে আজ থেকে এপ্রিল মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নির্বাচনের পর বর্তমানের অপশাসন,অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন,অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব রাজ্যে এনডিএ সরকার গড়ে উঠেছে সেখানে দরিদ্রদের কল্যাণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানেও তা হবে। পাশাপাশি রাজ্যে এনডিএ সরকার গড়ে উঠলে অনুপ্রবেশ রোখা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হবে। শ্রী শাহ জানান, মমতা ব্যানার্জির মদতেই এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি বিএসএফের ওপরে দায় চাপাচ্ছেন ও সিএএ-তে বাধা দিচ্ছেন। দেশে কোন সরকার এইভাবে অনুপ্রবেশকে সমর্থন করে না। সাম্প্রদায়িক তোষন মুখ্যমন্ত্রীর কাছে নিয়মে পরিণত হয়েছে। শ্রী শাহ আরো জানান, রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন থমকে আছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের বিষয়ে চিন্তাভাবনা করেন। এছাড়া দুর্নীতি,তোলাবাজি,শিল্প চলে যাওয়া,মহিলাদের সুরক্ষার অভাব সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে শ্রী শাহ বলেন,রাজ্যের মানুষ আর চুপ করে থাকবে না। ২০২৬-এর নির্বাচনে মানুষের জবাব দেবে এবং বাংলায় বিজেপির সরকার গড়ে উঠবে।
Site Admin | December 30, 2025 6:17 PM
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন