মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 6, 2024 9:50 PM

printer

রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চোখের চিকিত্সার পরিকাঠামোর বিষয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের।

রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে চোখের চিকিৎসার জন্য বর্তমানে কি পরিকাঠামো রয়েছে, সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের কাছে সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি সংক্রমন প্রতিরোধে কি পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং চোখের অস্ত্রপচারের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে, তা নিয়েও দপ্তরের তরফে মান্য কার্য্যবিধি এসওপি জারি করা হয়েছে। চোখের পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম ও অপারেশন থিয়েটার নিয়মিত জীবানুমুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ওষুধ ও ফ্লুইড ব্যবহারের আগে সেগুলির ব্যাচ নম্বর নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পর একসঙ্গে ১৬ জন চোখে দেখতে পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে।  সংক্রমনের কারনেই এই ঘটনা বলে চিকিৎসকদের অভিমত।